জেলা পর্যায়ে শিশু পুরস্কার প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ে শিশু পুরস্কার প্রতিযোগিতার সমাপনী ও সনদ বিতরণ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। সোমবার সকালে শহরের গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেলে বিদ্যালয় মিলনায়তনে বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান ড. প্রফেসর মাযহারুল ইসলাম তরু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, অব. অধ্যাপক আজিজুর রহমান, মুক্তমহোদলের সভাপতি মুশফিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম।
শেষে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় শিশুদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে মোট ৭৯ টি বিভাগের ৩০ ইভেন্টে জেলার ৫টি উপজেলায় প্রথমস্থান অধিকারীদের নিয়ে জেলা পর্যায়ে শিশু পুরস্কার প্রতিযোগিতায় মোট ২৩৭টি পুরস্কার দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০১-২০
বিকেলে বিদ্যালয় মিলনায়তনে বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান ড. প্রফেসর মাযহারুল ইসলাম তরু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, অব. অধ্যাপক আজিজুর রহমান, মুক্তমহোদলের সভাপতি মুশফিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম।
শেষে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় শিশুদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে মোট ৭৯ টি বিভাগের ৩০ ইভেন্টে জেলার ৫টি উপজেলায় প্রথমস্থান অধিকারীদের নিয়ে জেলা পর্যায়ে শিশু পুরস্কার প্রতিযোগিতায় মোট ২৩৭টি পুরস্কার দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০১-২০