জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির পৃথক আলোচনা সভা

বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আলাদা আলাদা গ্রুপ পৃথক পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে। 
বিকেলে স্থানীয় একটি প্রেসক্লাবে ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সংসদ সদস্য হারুনুর রশীদেও বাসভবনের থানা ও পৌর বিএনপি'র আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব মিলানয়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম টিপু, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়াদ পাঠান, জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফ, ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন।
এদিকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি তসিকুল ইসলামের সভাপিত্বে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দিন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সারোয়ার জাহান।
সভায়, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনী নিয়ে আলোচনা করা হয়।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০১-২০