দিনমজুর লোকমান হত্যা মামলার রায়ে ৮ আসামীর সবাই খালাস
চাঁপাইনবাবগঞ্জে দিনমজুর লোকমান আলী হত্যা মামলার রায়ে, এজাহারভুক্ত ৮ আসামীর সবাইকে খালাস দিয়েছেন আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামীরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ২০১৫ সালের ১৯ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শেয়ালা-কলোনির বাসিন্দা লোকমান আলীর মরদেহ উদ্ধার করা হয় পাশ্ববর্তী রুহুল বাঁধ সংলগ্ন একটি আম বাগান থেকে। তার শরীরের বিভিন্নস্থানে জখমের দাগ ছিলো। কিন্তু মরদেহটি একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিলো। ওইদিনই নিহতের ছেলে মো. মিলন বাদি হয়ে সদর থানায় ৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন। আসামীরা হলেন, একই এলাকার সেরাজুল ইসলাম, আলাউদ্দীন, লিমন, মাসুদ, শুকুরদ্দি, গাজলী, আয়েশা বেগম, রহিমা বেগম। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লোকমান আলীকে আসামীরা হত্যা করে বলে এজাহারে উল্লেখ করেছিলেন বাদী।
অতিরিক্ত পিপি আরো জানান, মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সব আসামীকে খালাস দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০১-১৯
অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ২০১৫ সালের ১৯ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শেয়ালা-কলোনির বাসিন্দা লোকমান আলীর মরদেহ উদ্ধার করা হয় পাশ্ববর্তী রুহুল বাঁধ সংলগ্ন একটি আম বাগান থেকে। তার শরীরের বিভিন্নস্থানে জখমের দাগ ছিলো। কিন্তু মরদেহটি একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিলো। ওইদিনই নিহতের ছেলে মো. মিলন বাদি হয়ে সদর থানায় ৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন। আসামীরা হলেন, একই এলাকার সেরাজুল ইসলাম, আলাউদ্দীন, লিমন, মাসুদ, শুকুরদ্দি, গাজলী, আয়েশা বেগম, রহিমা বেগম। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লোকমান আলীকে আসামীরা হত্যা করে বলে এজাহারে উল্লেখ করেছিলেন বাদী।
অতিরিক্ত পিপি আরো জানান, মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সব আসামীকে খালাস দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০১-১৯