স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে গোলাপ হাসদা নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এই দন্ডাদেশ প্রদান করেন।
সরকারি কৌশুলী আঞ্জুমান আরা জানান, নাচোল উপজেলার খিকটা গ্রামের সাবিনা স্বরেণের সঙ্গে বিয়ের পর রাজশাহীর তানোর উপজেলার শালতলা গ্রামের দন্ডপ্রাপ্ত গোলাপ হাসদা শশুড়বাড়িতে বসাবাস করতো। ২০১৩ সালের ৪ আগস্ট সকালে নিজ বাড়িতে স্ত্রী সাবিনার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে গোলাপ কোদাল দিয়ে মাথায় আঘাত করে। এতে মারাত্মকভাবে আহত সাবিনাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় সাবিনার ভাই আমিন স্বরেণ বাদি হয়ে নাচোল থানায় হত্যা মামলা দায়ের করে।
দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই দন্ডদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত গোলাপ পলাতক রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০১-২০
সরকারি কৌশুলী আঞ্জুমান আরা জানান, নাচোল উপজেলার খিকটা গ্রামের সাবিনা স্বরেণের সঙ্গে বিয়ের পর রাজশাহীর তানোর উপজেলার শালতলা গ্রামের দন্ডপ্রাপ্ত গোলাপ হাসদা শশুড়বাড়িতে বসাবাস করতো। ২০১৩ সালের ৪ আগস্ট সকালে নিজ বাড়িতে স্ত্রী সাবিনার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে গোলাপ কোদাল দিয়ে মাথায় আঘাত করে। এতে মারাত্মকভাবে আহত সাবিনাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় সাবিনার ভাই আমিন স্বরেণ বাদি হয়ে নাচোল থানায় হত্যা মামলা দায়ের করে।
দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই দন্ডদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত গোলাপ পলাতক রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০১-২০