অস্ত্র মামলায় এক জেএমবি সদস্যের ১০ বছর কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় তৌহিদুল ইসলাম নামের এক জেএমবি সদস্যকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্ত তৌহিদুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোধোবরা-সন্ন্যাসী গ্রামের মোঃ মাহিদুর রহমান ডনুর ছেলে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইবুনাল আদালত-৩ এর বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ এই আদেশ দেন।
এপিপি শফিকুল ইসলাম সেলিম জানান, ২০১৭ সালের ৬ সেপ্টেম্বের ভোর ৩টা ৫০ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ধোবড়া বাজারে অভিযান চালিয়ে তৌহিদুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। ওই ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক আবু আব্দুল্লাহ জাহিদ শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শিশির কুমার চক্রবর্তী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তৌহিদুলকে দোষী সাব্যস্ত করে দণ্ড প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০১-২০
এপিপি শফিকুল ইসলাম সেলিম জানান, ২০১৭ সালের ৬ সেপ্টেম্বের ভোর ৩টা ৫০ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ধোবড়া বাজারে অভিযান চালিয়ে তৌহিদুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। ওই ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক আবু আব্দুল্লাহ জাহিদ শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শিশির কুমার চক্রবর্তী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তৌহিদুলকে দোষী সাব্যস্ত করে দণ্ড প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০১-২০