ফেনসিডিল মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আসলাম গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে আসলাম (৪৮) নামে ফেনসিডিল মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাত ৯ টার দিকে তাকে সোনার মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের দক্ষিণ চরপাঁকা গ্রামের জাকারিয়া ওরফে জাকু ওরফে হাসান আলীর ছেলে। সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, আসলাম রাজশাহীর বোয়ালিয়া থানার ফেনসিডিল মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত হবার পর ৫ বছর পলাতক ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ২টি ও শিবগঞ্জ থানায় ১টি ফেনসিডিল মামলা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-১২-১৯
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, আসলাম রাজশাহীর বোয়ালিয়া থানার ফেনসিডিল মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত হবার পর ৫ বছর পলাতক ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ২টি ও শিবগঞ্জ থানায় ১টি ফেনসিডিল মামলা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-১২-১৯