শিশু শিক্ষা নিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ শহরের শিশু শিক্ষা প্রতিষ্ঠান শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। সম্মানিত অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি এরফান আলী। সভাপতিত্ব করেন নিকেতনের সহ-সভাপতি আব্দুল হান্নান হান্নু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিশু শিক্ষা নিকেতনের সম্পাদক মনিম উদ দৌলা চৌধূরী, আওয়ামীলীগ নেতা মেসবাহুল জাকের জ্যোতি, নিকেতনের অধ্যক্ষ আনিসুর রহমান।
উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী শাহ আলম, এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা, কবি এনামুল হক তুফান, সাংবাদিক আশরাফুল ইসলাম রঞ্জু, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, জহুরুল ইসলাম, মডেল স্কুলের প্রধান শিক্ষক মারুফুল হক।
অনুষ্ঠানে ২০১৮ সালের পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও নিকেতনের বৃত্তিপাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-১২-১৯