পতাকার্যালি শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৬ শিক্ষার্থী আহত
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে বাস ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা পৌণে ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনই হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা জেলা প্রশাসন আয়োজিত পতাকার্যালি শেষে ফিরছিলেন।
সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, পতাকার্যালি শেষে শিক্ষার্থীরা একটি অটো রিকশাযোগে বিদ্যালয়ে ফিরছিলেন। হরিপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ শিক্ষার্থীরা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নাদিম সরকার জানান, আহতদের মধ্যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মারুফা ইয়াসমিন আঁখিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ইয়াসমিন সুলতানা, আখতারা খাতুন ও অটো রিক্সার চালক আব্দুল আলীমকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর তিন শিক্ষার্থী সামন্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-১২-১৯
সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, পতাকার্যালি শেষে শিক্ষার্থীরা একটি অটো রিকশাযোগে বিদ্যালয়ে ফিরছিলেন। হরিপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ শিক্ষার্থীরা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নাদিম সরকার জানান, আহতদের মধ্যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মারুফা ইয়াসমিন আঁখিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ইয়াসমিন সুলতানা, আখতারা খাতুন ও অটো রিক্সার চালক আব্দুল আলীমকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর তিন শিক্ষার্থী সামন্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-১২-১৯