গোমস্তাপুরে টমেটো ক্যারেটে মিলল দশ কোটি টাকার হেরোইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কাউন্সিল বাজার থেকে ১০ কেজি হেরোইনসহ আব্দুল আলীম নামে একজনকে আটক করেছে র‌্যাব। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আব্দুল আলীম, জেলার ভোলাহাট উপজেলার তাতিপাড়ার মৃত মফিজ উদ্দীনের ছেলে। 
রাতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে প্রেস ব্রিফিং-এ র‌্যাব-৫, রাজশাহীর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বোয়ালিয়া কাউন্সিল বাজারে অভিযান চালায়। এসময় একটি অটো তল্লাশী চালিয়ে টমেটোভর্তি প্লাস্টিক ক্যারেট থেকে ১০ কেজি হেরোইন আটক করা হয়। তবে আব্দুল আলীম আটক হলেও তার আরেক সহযোগি অভিযানের সময় পালিয়ে যান।
আটক হেরোইনের মূল্য দশ কোটি টাকা উল্লেখ করে মাহফুজুর রহমান আরো জানান, চোরাচালানীরা মাদক পাচার নির্বিঘœ করতে রুট বাদলাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী যেসব এলাকায় তুলনামূলক কম নজরদারি করে সে সব এলাকা দিয়ে হেরোইনসহ অন্যান্য মাদক পাচারের চেষ্টা করছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-১২-১৯

,