রাত পোহালে রহনপুর ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচন
রাত পোহালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত চেয়ারম্যান শাজাহান আনসারী মামলতের ছোটভাই শফি আনসারী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে বিএনপি নেতা সোহরাব আলী।
আগামীকাল সোমবার নির্বাচনকে সামনে রেখে রবিবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। রহনপুর ইউনিয়নে ১৩ হাজার ৫৫৭ জন ভোটারের মধ্যে পুরুষ ৬ হাজার ৭৫২ জন ও মহিলা ৬ হাজার ৭৬৫ জন। ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার রোকাব আলী জানান, নির্বাচনকে সুষ্ঠু করতে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আনসার ও পুলিশের পাশাপাশি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ওই ইউপি’র চেয়ারম্যান শাজাহান আনসারী মামলত মৃত্যুবরণ করায় এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১২-১৯
আগামীকাল সোমবার নির্বাচনকে সামনে রেখে রবিবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। রহনপুর ইউনিয়নে ১৩ হাজার ৫৫৭ জন ভোটারের মধ্যে পুরুষ ৬ হাজার ৭৫২ জন ও মহিলা ৬ হাজার ৭৬৫ জন। ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার রোকাব আলী জানান, নির্বাচনকে সুষ্ঠু করতে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আনসার ও পুলিশের পাশাপাশি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ওই ইউপি’র চেয়ারম্যান শাজাহান আনসারী মামলত মৃত্যুবরণ করায় এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১২-১৯