অবশেষে রাজাকারের তালিকা প্রকাশ > চাঁপাইনবাবগঞ্জে ২৪ জন
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক রবিবার এই তালিকা প্রকাশ করেন। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের একটি তালিকাও প্রকাশ করেছেন তিনি। এ সময় মন্ত্রী জানান, ধাপে ধাপে আরো তালিকা প্রকাশ করা হবে বলে জানান।
ক’দিন আগে থেকে রাজাকারের তালিকা নিয়ে বেশ আলোচনার পর মহান বিজয় দিবসেরে একদিন আগে সচিবালয় সংলগ্ন সরকারি পরিবহন পুল ভবনের ৬ তলায় মুক্তিযুদ্ধ বিষযক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করা হয়।
একাত্তরে খুন, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠনে যারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিলেন, সেসব রাজাকারের তালিকার প্রথম পর্ব প্রকাশ করা হলো আজ।
প্রকাশিত তালিকায় বৃহত্তর রাজশাহী জেলার তৎকালিন নওয়াবগঞ্জ মহকুমার পোরশা সাপাহার বাদে (বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলার) ২৪ জনের নাম প্রকাশ করা হয়েছে।
ওই তালিকায় তৎকালিন নওয়াবগঞ্জ মহকুমার পোরশার অনেক রাজাকারের তালিকা রয়েছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী অভিযোগ করেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় গিয়ে অনেক রাজাকারের রেকর্ড সরিয়ে ফেলেছে। তিনি জানান, একাত্তরে যেসব রাজাকারের নাম ছিলো, সেগুলোই প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, ‘এটি আমাদের প্রস্তুত করা কোনো তালিকা নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেকর্ড অনুসারে যাদের তথ্য-উপাত্ত পাওয়া গেছে আমরা সেগুলো প্রকাশ করছি। পর্যায়ক্রমে আরও তালিকা প্রকাশ করা হবে।’
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আরো জানান, দালিলিক প্রমাণের মাধ্যমে তাদের (রাজাকারদের) নাম প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেগুলো উদ্ধার করতে পেরেছি সেই তালিকাটি প্রাথমিকভাবে প্রকাশ করা হয়েছে। মহান জাতীয় সংসদে আমাদের অঙ্গীকার ছিল রাজাকারদের তালিকা করা হবে। সেই প্রতিশ্রুতির আলোকে আমরা প্রথম পর্যায়ের তালিকা প্রকাশ করেছি।
মন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে ১৯টি জেলা ছিল। ওই জেলার রেকর্ডরুমে যে সমস্ত দালিলিল প্রমাণ আছে সেগুলো দিয়ে সহায়তা করার জন্য জেলা প্রশাসকদের অনুরোধ জানিয়েছি। দুঃখজনক হলে সত্য, আমরা আশানুরূপ সাড়া পাইনি। যেহেতু এটি ৪৮ বছরের পুরনো রেকর্ড, সেগুলো পেতে সময় লাগবে। তাই জেলা প্রশাসকদের সময় দেওয়া বাঞ্ছনীয় বলে মনে করি। আজকে সংবাদ সম্মেলনের পর আবার জেলা প্রশাসকদের কাছে অনুরোধ জানানো হবে। তাদের এক দেড় মাস সময় দেওয়া প্রয়োজন বলে মনে করি।’
রাজাকারের তালিকার লিংক থেকে প্রাপ্ত নাম ঠিকানা হচ্ছে-
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ডেস্ক রির্পোট/ ১৫-১২-১৯
ক’দিন আগে থেকে রাজাকারের তালিকা নিয়ে বেশ আলোচনার পর মহান বিজয় দিবসেরে একদিন আগে সচিবালয় সংলগ্ন সরকারি পরিবহন পুল ভবনের ৬ তলায় মুক্তিযুদ্ধ বিষযক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করা হয়।
একাত্তরে খুন, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠনে যারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিলেন, সেসব রাজাকারের তালিকার প্রথম পর্ব প্রকাশ করা হলো আজ।
প্রকাশিত তালিকায় বৃহত্তর রাজশাহী জেলার তৎকালিন নওয়াবগঞ্জ মহকুমার পোরশা সাপাহার বাদে (বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলার) ২৪ জনের নাম প্রকাশ করা হয়েছে।
ওই তালিকায় তৎকালিন নওয়াবগঞ্জ মহকুমার পোরশার অনেক রাজাকারের তালিকা রয়েছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী অভিযোগ করেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় গিয়ে অনেক রাজাকারের রেকর্ড সরিয়ে ফেলেছে। তিনি জানান, একাত্তরে যেসব রাজাকারের নাম ছিলো, সেগুলোই প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, ‘এটি আমাদের প্রস্তুত করা কোনো তালিকা নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেকর্ড অনুসারে যাদের তথ্য-উপাত্ত পাওয়া গেছে আমরা সেগুলো প্রকাশ করছি। পর্যায়ক্রমে আরও তালিকা প্রকাশ করা হবে।’
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আরো জানান, দালিলিক প্রমাণের মাধ্যমে তাদের (রাজাকারদের) নাম প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেগুলো উদ্ধার করতে পেরেছি সেই তালিকাটি প্রাথমিকভাবে প্রকাশ করা হয়েছে। মহান জাতীয় সংসদে আমাদের অঙ্গীকার ছিল রাজাকারদের তালিকা করা হবে। সেই প্রতিশ্রুতির আলোকে আমরা প্রথম পর্যায়ের তালিকা প্রকাশ করেছি।
মন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে ১৯টি জেলা ছিল। ওই জেলার রেকর্ডরুমে যে সমস্ত দালিলিল প্রমাণ আছে সেগুলো দিয়ে সহায়তা করার জন্য জেলা প্রশাসকদের অনুরোধ জানিয়েছি। দুঃখজনক হলে সত্য, আমরা আশানুরূপ সাড়া পাইনি। যেহেতু এটি ৪৮ বছরের পুরনো রেকর্ড, সেগুলো পেতে সময় লাগবে। তাই জেলা প্রশাসকদের সময় দেওয়া বাঞ্ছনীয় বলে মনে করি। আজকে সংবাদ সম্মেলনের পর আবার জেলা প্রশাসকদের কাছে অনুরোধ জানানো হবে। তাদের এক দেড় মাস সময় দেওয়া প্রয়োজন বলে মনে করি।’
রাজাকারের তালিকার লিংক থেকে প্রাপ্ত নাম ঠিকানা হচ্ছে-
Ekramul Haque, S/O , Vill-,
PS-Nawabganj, Dist-Rajshahi.
Abdul Hannan, S/O Afuruddin Khalifa, Vill-Kalitala, PS-Nawabganj, Dist-Rajshahi.
Monzur Ali, S/O Tamij Mondal, Vill-Sreerampur, PS-Nawabganj, Dist-Rajshahi.
Bhulu Mondal, S/O Abdur Rashid, Vill-Sreerampur, PS-Nawabganj, Dist-Rajshahi.
Rabiul Islam, S/O Mohiruddin, Vill-Sreerampur, PS-Nawabganj, Dist-Rajshahi.
Shahabuddin, S/O , Vill-Tayab Ali, PS-Nawabganj, Dist-Rajshahi.
Prof. Tayeb, S/O Mokshed Ali, Vill-Bhawanpur, PS-Nwabganj, Dist-Rajshahi.
Prof. Afazuddin, S/O Ala Baksh Mondal, Vill-Jotprotap, PS-Nwabganj, Dist-Rajshahi.
Md Abul Kasem, S/O Mohsin Ali, Vill-Namosankerbaty, PS-Nwabganj, Dist-Rajshahi.
Abdul Hannan, S/O Afuruddin Khalifa, Vill-Kalitala, PS-Nawabganj, Dist-Rajshahi.
Monzur Ali, S/O Tamij Mondal, Vill-Sreerampur, PS-Nawabganj, Dist-Rajshahi.
Bhulu Mondal, S/O Abdur Rashid, Vill-Sreerampur, PS-Nawabganj, Dist-Rajshahi.
Rabiul Islam, S/O Mohiruddin, Vill-Sreerampur, PS-Nawabganj, Dist-Rajshahi.
Shahabuddin, S/O , Vill-Tayab Ali, PS-Nawabganj, Dist-Rajshahi.
Prof. Tayeb, S/O Mokshed Ali, Vill-Bhawanpur, PS-Nwabganj, Dist-Rajshahi.
Prof. Afazuddin, S/O Ala Baksh Mondal, Vill-Jotprotap, PS-Nwabganj, Dist-Rajshahi.
Md Abul Kasem, S/O Mohsin Ali, Vill-Namosankerbaty, PS-Nwabganj, Dist-Rajshahi.
Akramul Huq, S/O Saidur Rahman,
Vill-Kalyanpur, PS-Nwabganj, Dist-Rajshahi.
Abdul Mannan, S/O Afazuddin Khalifa, Vill-Kalitala, PS-Nwabganj, Dist-Rajshahi.
Monjur Ali, S/O Tamiz Mondal, Vill-Sreerampur, PS-Nwabganj, Dist-Rajshahi.
Bhulu Mondal, S/O Abdur Rashid, Vill-Sreerampur, PS-Nwabganj, Dist-Rajshahi.
Rabiul Islam, S/O Mohiruddin, Vill-Sreerampur, PS-Nwabganj, Dist-Rajshahi.
Sahabuddin, S/O Tayeb Ali, Vill-Ajaipur, PS-Nwabganj, Dist-Rajshahi
Abdul Mannan, S/O Afazuddin Khalifa, Vill-Kalitala, PS-Nwabganj, Dist-Rajshahi.
Monjur Ali, S/O Tamiz Mondal, Vill-Sreerampur, PS-Nwabganj, Dist-Rajshahi.
Bhulu Mondal, S/O Abdur Rashid, Vill-Sreerampur, PS-Nwabganj, Dist-Rajshahi.
Rabiul Islam, S/O Mohiruddin, Vill-Sreerampur, PS-Nwabganj, Dist-Rajshahi.
Sahabuddin, S/O Tayeb Ali, Vill-Ajaipur, PS-Nwabganj, Dist-Rajshahi
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ডেস্ক রির্পোট/ ১৫-১২-১৯