ভোলাহাটে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে মাদক ব্যবসায়ীদের বয়কটের শপথ

ভোলাহাট থানার আয়োজনে শনিবার ওপেন হাউজ ডে অনুষ্ঠান ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ নাসির উদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) টিএম মোজাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল জাহিদুল ইসলাম।
পুলিশ পরিদর্শক(তদন্ত) জাহাংগীর আলমের সঞ্চালনায় ওপেন হাউজ ডেতে উপজেলার বিভিন্ন স্তরের জন প্রতিনিধি, রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ইমাম, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিত সকলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সাথে কোন সর্ম্পক না রাখার শপথ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১২-১৯

,