১৫ দফা দাবিতে বন্ধ পেট্রোল পাম্প

বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে চাঁপাইনবাবগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানী তেল দেয়া বন্ধ রয়েছে। সকাল ৬টা থেকে জেলার সব পেট্রোল পাম্পই এই ধর্মঘট শুরু হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, অনেক গাড়ি চালক বিশেষ করে মটর সাইকেল চালককে জ্বালানী তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে। এসময় তারা অভিযোগ করেন, হটাৎকরে ডাকা ধর্মঘটের খবর তারা জানতে পারেননি। এখন তাদের ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। জ্বালানী ধর্মঘটের কারণে চরম সংকটের আশংকা করছেন চাঁপাইনবাবগঞ্জের ছোট ছোট যানবহনের চালকরা। তারা বলছেন, জ্বালানীর কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে তাদের জীবিকার উপর প্রভাব পড়বে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১২-১৯