বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব এইডস দিবস উপলক্ষে রবিবার চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। সিভিল সার্জন অফিস ও কয়েকটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ,সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা ও স্বাস্থ্য সিনিয়র শিক্ষা অফিসার শামসুন্নাহার, নার্সিং ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর মমতাজ বেগম, ব্রাক জেলা প্রতিনিধি শাহনূর, লাইট হাউসের ড্রপ ইন চার্জ ম্যানেজার সালাউদ্দিন জুয়েল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রকিবেদক/ ০১-১২-১৯