কম খরচে আল্ট্রাসনোগ্রাম করতে পারবেন রোগীরা> সদর হাসপাতালে নতুন মেশিন কার্যক্রমের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে আধুনিক সদর হাসপাতালে নতুন আল্ট্রাসনোগ্রাম মেশিন এর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সদর হাসপাতালে নতুন মেশিন কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য হারুনুর রশিদ। পরে হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চাপাঁঁইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি ও ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহসিন, হাসপাতালের আরএমও ডা. নাদিম সরকার।
এখন থেকে এ হাসপাতালে কম খরচে রোগীরা এ সেবা নিতে পারবে এমনটাইন জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১১-১৯