শিক্ষাবিদ মহিলা আওয়ামী লীগ নেত্রী মার্জিনা হক মারা গেছেন

চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মার্জিনা হক মারা গেছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রফেসর পাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মার্জিনা হক চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এনামুল হকের সহধর্মিণী। মৃত্যকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিকেলে মার্জিনা হককে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মৃধাপাড়া গোরস্থানে নামাজে জানাজা শেষে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এদের মধ্যে ছিলেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি ও এরফান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এরফান আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. গোলাম রাব্বানী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. দুররুল হোদা, শিবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, প্রফেসর ড. সিরাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান, সাবেক যুবলীগ নেতা মেসবাহুল সাকের জ্যোতি, শহীদুল হুদা অলক, বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্পাদক আসলাম কবীরসহ আরো অনেকে।
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মার্জিনা হক মাধ্যম ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলার কমিশনার ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-১১-১৯

,