ভোলাহাটের পোল্লাডাঙ্গায় বিজিবি বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ে ২ ঘন্টার ‘সৌজন্য সাক্ষাত’
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মাধ্যে শনিবার সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা ২৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পোল্লাডাঙ্গা সীমান্ত ফাড়ির সীমান্ত পিলার ৩৭/২-এস এর কাছে বাংলাদেশ অংশে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। প্রায় দু’ ঘন্টার ‘সৌজন্য সাক্ষাত’-এ উভয় পক্ষ সীমান্তে সমস্যা দেখা দিলে পতাকা বৈঠকে তা সমাধানে ঐক্যমত হন।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌজন্য সাক্ষাতে বিজিবি’র চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান খান বিজিবি’র ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এতে বিএসএফ’র ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ’র ৩৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সতীষ কুমার দুগরা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা রাখতে উভয় দেশের সমন্বিত টহলের মাধ্যমে সীমান্ত রক্ষা সম্পর্কে সৌহার্দ্যপুর্ণ পরিবেশে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়। সীমান্তে উদ্ভুত যে কোন সমস্যা যে কোন সময় ব্যাটালিয়ন/কোম্পানী/বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ/পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হন। উক্ত সাক্ষাতের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ এর মধ্যে চলমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১-১৯
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌজন্য সাক্ষাতে বিজিবি’র চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান খান বিজিবি’র ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এতে বিএসএফ’র ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ’র ৩৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সতীষ কুমার দুগরা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা রাখতে উভয় দেশের সমন্বিত টহলের মাধ্যমে সীমান্ত রক্ষা সম্পর্কে সৌহার্দ্যপুর্ণ পরিবেশে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়। সীমান্তে উদ্ভুত যে কোন সমস্যা যে কোন সময় ব্যাটালিয়ন/কোম্পানী/বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ/পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হন। উক্ত সাক্ষাতের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ এর মধ্যে চলমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১-১৯