শিবগঞ্জে রাতের ব্যবধানে পেঁয়াজের দাম কমলো কেজিতে ৮০ টাকা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গুদামে মজুদ পেঁয়াজ প্রশাসনের হস্তক্ষেপে ১৪০ টাকা দরে বিক্রি হয়েছে। রোববার সকাল থেকেই বিভিন্ন আড়তে পাইকারী ১৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হয়। যদিও শনিবারই শিবগঞ্জের বাজারে পাইকারী পেঁয়াজ বিক্রি হয়েছে ২২০ টাকা কেজি দরে।
ব্যবসায়ীরা জানান, শনিবার রাতে প্রশাসনের কর্মকর্তারা বাজার মনিটরিং করতে এসে ১৪০ টাকা দরে পেঁয়াজ বিক্রির নির্দেশ দেন। তাদের নির্দেশনা মেনেই রোববার সকাল থেকে প্রশাসনের নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এই দরে পেঁয়াজ বিক্রি করতে গিয়ে ব্যবসায়ীদের কেজিতে ৩০-৪০ টাকা লোকসান হচ্ছে বলে জানান তারা।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম জানান, শিবগঞ্জের আড়তগুলোতে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে। তাদের সঙ্গে কথা বলে এবং চালান ও মূল্য রশিদ দেখার পর টাস্কফোর্সর সদস্যরা পেঁয়াজের দর নির্ধারন করে দেয় ১৪০ টাকা কেজি। এই দরে বিক্রি করলে তাদের লোকসান হওয়ার কথা নয়। তিনি আরো জানান, এখন থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-১১-১৯
ব্যবসায়ীরা জানান, শনিবার রাতে প্রশাসনের কর্মকর্তারা বাজার মনিটরিং করতে এসে ১৪০ টাকা দরে পেঁয়াজ বিক্রির নির্দেশ দেন। তাদের নির্দেশনা মেনেই রোববার সকাল থেকে প্রশাসনের নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এই দরে পেঁয়াজ বিক্রি করতে গিয়ে ব্যবসায়ীদের কেজিতে ৩০-৪০ টাকা লোকসান হচ্ছে বলে জানান তারা।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম জানান, শিবগঞ্জের আড়তগুলোতে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে। তাদের সঙ্গে কথা বলে এবং চালান ও মূল্য রশিদ দেখার পর টাস্কফোর্সর সদস্যরা পেঁয়াজের দর নির্ধারন করে দেয় ১৪০ টাকা কেজি। এই দরে বিক্রি করলে তাদের লোকসান হওয়ার কথা নয়। তিনি আরো জানান, এখন থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-১১-১৯