জেলাজুড়ে জেল হত্যা দিবস পালিত

জেল হত্যা দিবস উপলক্ষে চাঁপাইনাববগঞ্জে নানান কর্মসুচি পালিত হয়েছে। রবিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর শহরে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ব্যানারে শোক র‌্যালি বের করা হয়। পরে শহরের ফায়ার সার্ভিস মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমীন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা মেসবাহুল শাকের জ্যোতি।
এদিকে, সন্ধ্যায় জেলা শহরের শহীদ মনিমুল হক সড়ক দলীয় কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা ও দোয়া শাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, দপ্তর সম্পাদক আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান আরমান।

এর আগে দুপুরে ছাত্রলীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলাদা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমাদের নাচোল প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জেলহত্যা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া করা হয়। সকাল ১০টায় নাচোল মধ্যে বাজারে দলীয় কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
পরে সেখানে জেলহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবদুল অহাবের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু। এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমাদের গোমস্তাপুর প্রতিবেদক জানান, জেলার গোমস্তাপুরে জেলহত্যা দিবস পালিত হয়েছে। সকালে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে রহনপুর কলোনি মোড়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কর্নেলিউস মুর্মু। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোযার হোসেন বুলবুল, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান লালু, চৌডালা ইউনিযন আওয়ামী লীগের সভাপতি আনছারুল হক ও সাধারণ সম্পাদক এরফান আলী চুটু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার।
আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, জেলার ভোলাহাটে জেলাহত্যা দিবস পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে সকাল ১০টায় মেডিকেল মোড়ে পতাকা উত্তালন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াসিন আলী শাহ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আশরাফুল হক চুনু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফফার মুকুল, দলদলী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আরজের আলী ভুট্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক হুজ্জতুল ইসলাম ডন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সামিউল্লাহ সিফাত।
আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলাহত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল রবিবার সকালে শিবগঞ্জ আওয়ামী লীগ কার্যালয় চত্বরে এসব কর্মসূচির আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব আকবর হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, বিভিন্ন অঙ্গসংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।
এর আগে পৌর শহরে একটি শোক র‌্যালি বের করে দলটি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-১১-১৯

, , , ,