টানা বৃষ্টিতে রোপা আমন ধানের ক্ষতি
টানা দুই দিনের বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে রোপ আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিদিরপুর, গনকা, মহাডাঙ্গা এলাকায় টানা বৃষ্টির কারণে ধানগাছ পড়ে গেছে। আবার কোথাও কোথায় জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চাষীরা বলেন, ‘টানা বৃষ্টির কারণে ধানগাছ মাটিতে পড়ে যায়। যে সব জমির ধানগাছ পড়ে গেছে সেসব জমিতে ফলন কমে যাবে’।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মঞ্জুরুল হুদা জানান, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় ৫১ হাজার ৯০০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। গত দুইদিন চাঁপাইনবাবগঞ্জের সব এলাকাতেই বৃষ্টি হয়েছে। গত দু’ দিনে ১২০ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি বলেন, ‘ টানা বৃষ্টির কারণে আবাদ হওয়া ধানেরতো কিছু ক্ষতি হয়েছে, তবে বৃষ্টিতে কোন কোন এলাকার ধান ক্ষতি হয়েছে তা নিরুপণের কাজ চলছে। ধানের পাশাপাশি শরিষারও ক্ষতি হয়েছে’।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা এলাকার ধান চাষী রাকিবুল ইসলাম বলেন, ‘টানা বৃষ্টির কারণে ধানের শীষে পানি জমে যায়। তারপর উপরিভাগ ভারি হয়ে যাওয়ার কারণে ধানগাছ মাটিতে পড়ে যায়। যে সব ধানগাছ পড়ে গেছে সেসব জমিতে ফলন কমে যাবে’।
ধান পড়ে যাওয়ার কারণে বিঘাপ্রতি ফলন ৩ থেকে ৫ মন পর্যন্ত কমে যাওয়ার শংকা করছেন চাষীরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১০-১৯
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মঞ্জুরুল হুদা জানান, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় ৫১ হাজার ৯০০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। গত দুইদিন চাঁপাইনবাবগঞ্জের সব এলাকাতেই বৃষ্টি হয়েছে। গত দু’ দিনে ১২০ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি বলেন, ‘ টানা বৃষ্টির কারণে আবাদ হওয়া ধানেরতো কিছু ক্ষতি হয়েছে, তবে বৃষ্টিতে কোন কোন এলাকার ধান ক্ষতি হয়েছে তা নিরুপণের কাজ চলছে। ধানের পাশাপাশি শরিষারও ক্ষতি হয়েছে’।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা এলাকার ধান চাষী রাকিবুল ইসলাম বলেন, ‘টানা বৃষ্টির কারণে ধানের শীষে পানি জমে যায়। তারপর উপরিভাগ ভারি হয়ে যাওয়ার কারণে ধানগাছ মাটিতে পড়ে যায়। যে সব ধানগাছ পড়ে গেছে সেসব জমিতে ফলন কমে যাবে’।
ধান পড়ে যাওয়ার কারণে বিঘাপ্রতি ফলন ৩ থেকে ৫ মন পর্যন্ত কমে যাওয়ার শংকা করছেন চাষীরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১০-১৯