মহান মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরের অন্যতম সাহসী যোদ্ধা ফিটু প্রিন্সিপাল আর নেই

মহান মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরের চাঁপাইনবাবগঞ্জের অন্যতম সাহসী যোদ্ধা, যুদ্ধাহত অধ্যক্ষ এনামুল হক (ফিটু প্রিন্সিপাল) আর নেই। তিনি শুক্রবার ভোর পনে ৬টার দিকে শহরের শান্তিবাগ এলাকার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজের অধ্যক্ষের পদ থেকে অবসরে গেলেও মুক্তিযুদ্ধের ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করে গেছেন। মুক্তিযোদ্ধা এনামুল হক ফিটু বীবশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের স্মৃতিরক্ষায় সবসময়ই ছিলেন অগ্রগামী।

এছাড়া তিনি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজ নামে একটি কলেজও প্রতিষ্ঠা করেছিলেন, পদ্মায় কলেজটি বিলিন হলে, আবারো চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরুপনগরে কলেজটি স্থানান্তরিত করেন।

এনামুল হক ফিটুর বড় মেয়ের জামাই লিটন বিশ্বাস জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বাদ আসর মৃর্ধাপাড়া গোরস্থানে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১০-১৯

,