আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জাসদ ছাত্রলীগের মানববন্ধন
বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে সামনে জাসদ ছাত্রলীগ এই কর্মসূচির আয়োজন করে। প্রায় এক ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে জাসদ-ছাত্রলীগের কলেজ শাখার নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। এসময় অনুষ্ঠিত সংক্ষিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি তসিকুল রেজা তনু, সাধারণ সম্পাদক আসিফ ইয়াসির, পলেটিকনিট কলেজ শাখার সভাপতি তারেক রহমান প্রমুখ। বক্তারা বলেন, ফেসবুকের একটি স্ট্যাটাসকে ঘিরে একজন মেধাবীকে হত্যার মতো নৃশংস ঘটনা আর হতে পারে না। যারা এই হত্যাকা- ঘটিয়েছে তাদের দৃষ্টন্তমূলক শাস্তি হতে হবে।
হত্যাকা-ের পর বুয়েটের ভিসির কর্মকান্ড প্রশ্নবিদ্ধ উল্লেখ করে বক্তারা ভিসির পদত্যাগও দাবি করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-১০-১৯
হত্যাকা-ের পর বুয়েটের ভিসির কর্মকান্ড প্রশ্নবিদ্ধ উল্লেখ করে বক্তারা ভিসির পদত্যাগও দাবি করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-১০-১৯