পদ্মা নদীতে নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের তেররশিয়ায় প্রমত্তা পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে পদ্মা নদীর পাঁকা ও নারায়ণপুর পয়েন্ট থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
মৃতরা হলেনÑ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দক্ষিণপাঁকা গ্রামের মোঃ সাহাবুদ্দিন (৪৭) ও তার ছেলে মোঃ আব্দুল্লাহ (৭)।
শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম ও সাহাবুদ্দিনের চাচাত ভাই আল-আমিন জুয়েলসহ স্থানীয়রা জানান, সকালে প্রায় একই সময়ে পাঁকা ও নারায়ণপুরে মরদেহ দুটি ভেসে উঠে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোরে টিনের তৈরী একটি ডিঙ্গি নৌকা নিয়ে সাহাবুদ্দিন ও আব্দুল্লাহ পদ্মা নদীতে মাছ ধরতে যায়। প্রবল ¯্রােতে নৌকাটি উল্টে গেলে তারা নিখোঁজ হন। পরে তাদের সন্ধানে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল বিশাল পদ্মায় অভিযান চালিয়ে তাদের উদ্ধারে ব্যর্থ হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-১০-১৯
মৃতরা হলেনÑ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দক্ষিণপাঁকা গ্রামের মোঃ সাহাবুদ্দিন (৪৭) ও তার ছেলে মোঃ আব্দুল্লাহ (৭)।
শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম ও সাহাবুদ্দিনের চাচাত ভাই আল-আমিন জুয়েলসহ স্থানীয়রা জানান, সকালে প্রায় একই সময়ে পাঁকা ও নারায়ণপুরে মরদেহ দুটি ভেসে উঠে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোরে টিনের তৈরী একটি ডিঙ্গি নৌকা নিয়ে সাহাবুদ্দিন ও আব্দুল্লাহ পদ্মা নদীতে মাছ ধরতে যায়। প্রবল ¯্রােতে নৌকাটি উল্টে গেলে তারা নিখোঁজ হন। পরে তাদের সন্ধানে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল বিশাল পদ্মায় অভিযান চালিয়ে তাদের উদ্ধারে ব্যর্থ হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-১০-১৯