মোল্লান গ্রাম থেকে ২হাজার ইয়াবাসহ ২জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোল্লান গ্রাম এলাকা থেকে শনিবার ১হাজার ৯শ’ ৬৪ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছে সদর উপজেলার বাকের আলীর বিশ্বাসপাড়ার শফিকুল ইসলামের ছেলে অহিদুল ইসলাস(২৬) ও এলাকার চৌধুরী পাড়া’র রাজ্জাক আলী’র ছেলে জেনারুল ইসলাম (৩৫)।
র‌্যাব এক প্রেস নোটে জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে বিকালে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার আজমল হোসেন এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোল্লান গ্রামের ডাক্তর আব্দুল আজিজ মিয়ার পুবকুরপাড় ও কালভার্ট ব্রীজের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর অভিযান চালায়। অভিযানে ১হাজার ৯শ’ ৬৪ পিস ইয়াবাসহ ২ জনকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-১০-১৯