শিবগঞ্জে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এক হাজার পিস ইয়াবাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ইয়াবা ব্যবসা চালানোর অভিযোগে এবার পুলিশের হাতে ধরা পড়েছে ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী। আটক শিক্ষার্থীর নাম আকাশ আলী (১৪)। শিবগঞ্জ উপজেলার দুর্লোভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামের মৃত আজম আলীর ছেলে আকাশ আটরশিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ পরিদশক আবু আব্দুল্লাহ জাহিদ জানান, গোপন সংবাদের চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি দল দুপুর দেড়টার দিকে দুর্লোভপুর ইউনিয়নের কালুপুর সড়কে অভিযান চালায়। এসময় সড়কের পাশে জনৈক হাবিবের মুদি দোকানের সামনে থেকে ১ হাজার পিস ইয়াবাসহ আকাশকে আটক করা হয়।
তিনি বলেন, ‘পদ্মা নদীর ওপার থেকে আকাশ ইয়াবাগুলো নিয়ে শিবগঞ্জের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ ইয়াবা ব্যবাসীয়রা ওপার থেকে এপারে ‘ইয়াবা ক্যারিয়ার’ হিসেবে পাশাপাশি ইয়াবা ব্যবসায় ছোট বাচ্চাদের ব্যবহার করছে’।
আটক আকাশকে শিবগঞ্জ থানায় সোপার্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-১০-১৯

,