মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক চোরাচালান মামলায় আবুল হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ করা জরিমানা অনাদায়ের আরো এক বছরের কারাদন্ড দেয়া হয়। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামীর উপস্থিতি এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত আবুল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুরের সেতাউর বিশ্বাসের ছেলে।
মামলার নথির উদ্ধৃতি দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি দিবগত রাত আড়াইটায় র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল আবুল হোসেনের হাকিমপুরের বাড়িতে অভিযান চালায়। এ সময় ১ কেজি ১৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে। পরেরদিন সদর থানায় র‌্যাবের এসআই ঠাকুর দাস রায় বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই সিরাজুল ইসলাম ওই বছরের ২৪ এপ্রিল আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার স্বাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত এই দন্ডাদেশ প্রদান করেন।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১০-১৯