সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি'র আশির্বাদে জিতলো তসি, নজরুল, নাসরিন
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী তসিকুল ইসলাম তসিসহ বিএনপি'র আশির্বাদ নিয়ে বিজয়ী হলেন ভাইস চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন খাতুন। মঙ্গলবার গভীর রাতে রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কির রহমান বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের তসিকুল ইসলাম তসি পেয়েছেন ৯৭,৯১৩ আনারস প্রতিকের জিয়াউর রহমান তোতা পেয়েছেন ৩৯,৫৬৬ এবং নৌকা প্রতিকের এ্যাড. নজরুল ইসলাম পেয়েছেন ৩২,১১৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতিকের নজরুল ইসলাম পেয়েছেন ৯৩,৮৩১ ভোট, টিউবওয়েল প্রতিকের তসিকুল ইসলাম বাবুল পেয়েছেন ১৯,১৫৮ ভোট ও চশমা প্রতিকের লেনিব প্রামানিক পেয়েছেন ১৬,৫৪২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতিকের নাসরিন আখতার পেয়েছেন ৬৩,৩৮৬ ভোট, ফুটবল প্রতিকের শরিফা খাতুন ডেইজি পেয়েছেন ৩৯,৬৫৩ ভোট ও হাস প্রতিকের শরিফা খাতুন বেবি পেয়েছেন ২৮,৪১১ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫-১০-১৯
ঘোষিত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের তসিকুল ইসলাম তসি পেয়েছেন ৯৭,৯১৩ আনারস প্রতিকের জিয়াউর রহমান তোতা পেয়েছেন ৩৯,৫৬৬ এবং নৌকা প্রতিকের এ্যাড. নজরুল ইসলাম পেয়েছেন ৩২,১১৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতিকের নজরুল ইসলাম পেয়েছেন ৯৩,৮৩১ ভোট, টিউবওয়েল প্রতিকের তসিকুল ইসলাম বাবুল পেয়েছেন ১৯,১৫৮ ভোট ও চশমা প্রতিকের লেনিব প্রামানিক পেয়েছেন ১৬,৫৪২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতিকের নাসরিন আখতার পেয়েছেন ৬৩,৩৮৬ ভোট, ফুটবল প্রতিকের শরিফা খাতুন ডেইজি পেয়েছেন ৩৯,৬৫৩ ভোট ও হাস প্রতিকের শরিফা খাতুন বেবি পেয়েছেন ২৮,৪১১ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫-১০-১৯