উৎপাদনশীলতা দিবস পালিত

“বৈশি^ক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা মিলিত হয়।
শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রডাকটিভিটি অর্গানাইজেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এ কে এম তাজকির উজ-জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগহ্জের অতিরিক্ত উপ-পরিচালক ইয়াসিন আলী, কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল।