গোমস্তাপুরে দুটি রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরী, বাসী খাবার সংরক্ষণ এবং পরিবেশন ও বিক্রির দায়ে সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দুটি রেস্তোরাঁ সিলগালা করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে রেস্তোরাঁ সিলগালা ও অপরটিকে জরিমানা করা হয়।
রেস্তোরাঁ দুটি হচ্ছে চৌডালা বাজারের মাদ্রাসা মোড় এলাকার মেহনাজ হোটেল ও মিষ্টান্ন ভান্ডার ও টুনু মিয়ার মালিকানাধীন রেস্তোরাঁ। এছাড়া মা-বাবার দোয়া নামক রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
সংস্থাটির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলামের জানান, উপজেলার চৌডালা বাজারের মাদ্রাসা মোড় এলাকায় বাজার তদারকিমুলক এ অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় রেস্তোরাঁ মেহনাজ হোটেল ও মিষ্টান্ন ভান্ডার এবং টুনু মিয়ার মালিকানাধীন রেস্তোরাঁ সিলগালা করে বন্ধ করা হয়েছে । এছাড়া মা-বাবার দোয়া নামক রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার পরিচালক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৯-১৯
রেস্তোরাঁ দুটি হচ্ছে চৌডালা বাজারের মাদ্রাসা মোড় এলাকার মেহনাজ হোটেল ও মিষ্টান্ন ভান্ডার ও টুনু মিয়ার মালিকানাধীন রেস্তোরাঁ। এছাড়া মা-বাবার দোয়া নামক রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
সংস্থাটির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলামের জানান, উপজেলার চৌডালা বাজারের মাদ্রাসা মোড় এলাকায় বাজার তদারকিমুলক এ অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় রেস্তোরাঁ মেহনাজ হোটেল ও মিষ্টান্ন ভান্ডার এবং টুনু মিয়ার মালিকানাধীন রেস্তোরাঁ সিলগালা করে বন্ধ করা হয়েছে । এছাড়া মা-বাবার দোয়া নামক রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার পরিচালক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৯-১৯