বৃষ্টিদিনে...

বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানের মত চাঁপাইনবাবগঞ্জেও বৃষ্টি ঝরছে। বৃষ্টিদিনে স্বাভাবিক জনজীবন কিছুটা ব্যাহত হলেও বৃষ্টির ‘স্বাদ’ যে আলাদা। তাই শিশু কিশোরদের দুরন্তপনায় মেতেছেন যুবকরাও।
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় বৃষ্টির মাঝে কোথাও প্রসরতির আবার কোথাও সংকুচিত হয়ে যাওয়া মাঠের মধ্যে ফুটবল নিয়ে মেতে উঠেন যুব এমনকি মধ্য বয়সীরাও। এমনই ক’টি ছবি বুধবার পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ওই ছবি গুলোয় দেখা গেছে গোমস্তাপুর উপজেলার বেশ কয়েকজন যুবক একটি স্কুল মাঠে ফুটবল নিয়ে মেতেছেন ‘দুরন্তপনায়’।
গোমস্তাপুরের গণমাধ্যমকর্মী মেহেদি হাসানের ওয়ালে ‘ আমার চোখে বৃষ্টি আর আকাশের চোখে জল...’ শিরোনামে বেশ ক’টি ছবি পোস্ট করা হয়েছে। প্রাণবন্ত ছবিগুলো মানুষকে নিয়ে যায় শৈশবে আর কৈশরের স্মৃতিতে।







চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৯-১৯