সদর উপজেলা নির্বাচনে নৌকার মাঝি হলেন নজরুল

আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য দেশের ৭ টি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ তাদের প্রার্থী ঘোষণা করেছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নৌকার মাঝি হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম।
শনিবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলায় যারা মনোনয়ন পেলেন: উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম, ঝিনাইদহের কোর্টচাঁদপুরে শরিফুন্নেছা মিকি ও মহেশপুরে ময়জদ্দীন হামীদ, বরিশালের মেহেন্দীগঞ্জে মুনসুর আহমেদ, শেরপুরের সদর উপজেলায় রফিকুল ইসলাম, নেত্রকোণার আটপাড়ায় খায়রুল ইসলাম এবং চট্টগ্রামের সাতকানিয়ায় আবদুল মোতালেব।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দৌড়ে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮-০৯-১৯                            

,