লালাপাড়ার আম বাগান থেকে ৪ কেজি ১ শ’ গাঁজসহ ২ জন আটক
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার আজমল হোসেনের নেতৃত্বে সদর উপজেলার লালাপাড়া মোড় থেকে মহারাজপুরগামী গোয়ালটুলি গ্রামস্থ পাকা রাস্তা দক্ষিন পার্শ্বে জনৈক ভিকু মন্ডল @ হুটলীর আম বাগানে অভিযান চালায়। অভিযানে ৪ কেজি ১০০ গাঁজাসহ রাসেল ও সোয়বুরকে হাতেনাতে আটক করে।
এ ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৯-১৯