সদর হাসপাতালে ২৪ ঘন্টায় ডেঙ্গুজ্বরে ৪ জন ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসছে। গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৪ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। শনিবার হাসপাতালে ১২ জন চিকিৎসা নিচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা.  জাহিদ নজরুল চৌধুরী জানান, আগে প্রতিদিন গড়ে ১০/১২ জন করে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী সদর হাসপাতালে ভর্তি হলেও এখন ভর্তি হচ্ছে মাত্র ২/৩ জন করে। গত ১ জুলাই থেকে এ পর্যন্ত ২৮৫ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন। তার মধ্যে প্রায় ৩০ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বাকীরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

চাঁপাইনবাবঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৯-১৯