দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

দূর্নীতি বিরোধী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত ছাতা বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ও চৌহদিটোল উচ্চ বিদ্যালয়ে মোট ৭২০টি ছাতা বিতরণ করেন দুর্নীতি দমন কমিশন-দুদক, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী।
দূর্নীতি দমন কমিশন দুদক রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমীন পৃথক দু’টি অনুষ্ঠানে ছাতাগুলো বিতরণ করেন।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৫টি উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর স্থাপনের জন্য দুদকের পক্ষ থেকে ৩০ হাজার করে অর্থ প্রদান করা হয়েছে।
দুপুরে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, হরিপুর উচ্চ বিদ্যালয়, সদর উপজেলার ইসলামপুর বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় ও কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এই টাকার চেক তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- দুদক, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর উপ-সহকারী পরিচালক কামিয়াব নবী, জেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৯-১৯