দ্বারিয়াপুরে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১১ জন আহত
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুরে বুধাবর বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। আহত ব্যক্তিরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটের আব্দুল ওহাব (৪৫), আজমতপুরের আবু বক্কর (২৫), চককীর্তি ইউনিয়নের ইসমাইল (২৭), চাতরা গ্রামের জাহির আলী, ত্রিমোহনি গ্রামের লাল চাঁদ (২৫), নাচোল উপজেলার ইসরাইল হক (২৩), গোমস্তাপুর উপজেলার ইউসুফ আলী (২০), চৌডালা গ্রামের সুজন (২৩), সদর উপজেলার রামচন্দ্রপুরহাট এলাকার তসলিম (৪৫), চরবাগড্ঙ্গাার ইব্রাহিম (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাটের জনি (৩০)।
এদের মধ্যে একজনকে আশংকা জনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকাল সোয়া ১০ টার দিকে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে আসা যাত্রীবাহি আরপি পরিবহনের সঙ্গে দ্বারিয়াপুরে বিপরিতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১১ যাত্রী মারাত্মকভাবে আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে আহত উদ্ধার করে। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ, গোমস্তাপুর ও সদর উপজেলায়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৯-১৯
এদের মধ্যে একজনকে আশংকা জনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকাল সোয়া ১০ টার দিকে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে আসা যাত্রীবাহি আরপি পরিবহনের সঙ্গে দ্বারিয়াপুরে বিপরিতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১১ যাত্রী মারাত্মকভাবে আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে আহত উদ্ধার করে। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ, গোমস্তাপুর ও সদর উপজেলায়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৯-১৯