সদর উপজেলা নির্বাচন> প্রতীক পেয়ে প্রচারণায় প্রার্থীরা

আগামী ১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন। এ উপলক্ষে সোমবার সকালে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্দ  করেন, জেলা নির্বাচন অফিসার ও সদর উপজেলা নির্বাচনের রিটানিং অফিসার মোতাওয়াক্কিল রহমান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাচন অফিসার কায়সার মোহম্মাদ।
আসন্ন নির্বাচনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, বিএনপির প্রার্থী সদর উপজেলা বিএনপির সভাপতি তসিকুল ইসলাম তসি পেয়েছেন ধানের শীষ এবং আনারস প্রতীকের প্রাথী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান তোতা।
ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক পেয়েছেন সদর উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, উড়োজাহাজ প্রতীক  বিএনপির নেতা নজরুল ইসলাম, চশমা প্রতীক সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন প্রামানিক, টিউবওয়েল প্রতীক তোসিকুল আলম, বই প্রতীক নাহিদ ইসলাম রাজন, টিয়া পাখি প্রতীক নিয়ে নজরুল ইসলাম (মুন্সী) আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে লড়াই করবেন।
এদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চাঁপাইনবাবগঞ্জ পৌর মহিলালীগের সভাপতি শরিফা খাতুন বেবী (হাঁস) প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী  শরীফা খাতুন ডেজী (ফুটবল) প্রতীক, তাসলিমা খাতুন (সেলাই মেশিন), সদর উপজেলা মহিলালীগের সভাপতি মাতুয়ারা বেগম (বৈদ্যুতিক পাখা), সদর উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক নাসরিন খাতুন (কলস),  রজনী খাতুন (প্রজাপতি) এবং নাজনীন নাহার (পদ্ম ফুল) প্রতীক পেয়েছেন।
এদিকে প্রতীক পেয়ে প্রচারণায় নেমে পড়ে প্রার্থীরা।
উল্লেখ্য, সদর উপজেলা পরিষদ নির্বাচনে গত ১২ সেপ্টেম্বর চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে বর্তমানে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৮১ হাজার ৯’শ ১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯০ হাজার ৬’শ ৯৩ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৯১ হাজার ২’শ ২১ জন। আগামী ১৪ অক্টোবর ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে গঠিত সদর উপজেলা নির্বাচনে ১’শ ৫৭ টি ভোটকেন্দ্রের ৯’শ ৯৫টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটারগণ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৯-১৯