শিবগঞ্জে ৮ হাজার ইয়াবা ও ৬ হাজার ব্যাথানাশক মলমসহ ১জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দু’টি অভিযান থেকে বিজিবি ৮ হাজার পিস ইয়াবা ও ৬ হাজার পিস ভারতীয় ব্যাথানাশক মলমসহ একজনকে আটক করেছে। আটক ব্যক্তি হচ্ছে, শিবগঞ্জের কালিগঞ্জ গ্রামের এনামুল হকের ছেলে আসমাউল হক।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে বিজিবি’র ওয়াহেদপুর সীমান্তের একটি টহলদল সুবেদার  হেলাল উদ্দীন এর নেতৃত্বে আরআইবি তথ্য অনুযায়ী সীমান্ত পিলার ১৬/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোর রাতে পাকা ইউনিয়নের কালুপাড়া মাঠে অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে, সকালে মনাকষা বিওপির একটি টহলদল সুবেদার গোলাম মোস্তফা এর নেতৃত্বে  সীমান্ত মেইন পিলার ১৭৪ হতে আনুমানিক ০৮ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মনকষা ঈদগাহ এলাকায়  অভিযান থেকে ভারতীয় ব্যাথা নাশক মলমসহ আসমাউল হককে আটক করা হয়।
এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৯-১৯

,