শিবগঞ্জে ৩টি বিদেশী পিস্তলসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি এলাকা থেকে র‌্যাব সোমবার ৩টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিনসহ মজিবুর রহমান (৩২) নামের এক যুবককে আটক করেছে। আটক মজিবুর কয়লাবাড়ির ফজলুর রহমানের ছেলে।
র‌্যাব জানায়, ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল কয়লাবাড়ি চাকপাড়া সড়কের পাশের একটি আমবাগানে অভিযান চালায়। এসময় মজিবুরের কাছ থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। মজিবুর অস্ত্র ব্যবাসার সঙ্গে জড়িত উল্লেখ করে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৯-১৯

,