টানা ৯ দিন বন্ধ থাকার পর সোনামসজিদ বন্দরে শুরু হয়ে কার্যক্রম

ঈদুল আযাহা ও জাতীয় শোক দিবসের টানা ৯ দিন ছুটির পর রবিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম।
সোনামসজিদ স্থলবন্দর শুল্ক ষ্টেশনের সহকারি কমিশনার বিল্লাল হোসেন জানিয়েছেন, সকাল থেকে ভারতের মোহদীপুর স্থল বন্দর থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক সোনামসজিদ স্থল বন্দরে বন্দরের কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ১০ টার দিকে পেয়াজ, পাথরসহ অন্যান্য পণ্যবাহী ট্রাক বন্দরে ঢুকতে শুরু করে। ফলে বন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরে আসে। শ্রমিক কর্মচারীদের পদচারণায় মুখোরিত হয়ে উঠে স্থল বন্দর এলাকা।
বন্দর সূত্র জানায় বিকেল পর্যন্ত প্রায় আড়াই শ ট্রাক পণ্য বন্দরে প্রবেশ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৮-১৯

,