মাদক মামলায় যুবকের ১৫ বছর কারাদন্ড
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আব্দুল জলিল (২৭) নামের এক যুবককে ১৫ বছর সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার আসামির উপিস্থতিতে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন। দন্ডিত যুবক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাঁকা দশরশিয়া গ্রামের রজবুল হকের ছেলে।
মামলার বরাত দিয়ে সরকারি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টহল শিবগঞ্জে নতুন আলীডাঙ্গা গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে ৩ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ আব্দুল জলিলকে আটক করে। এ ঘটনায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের তৎকালীন এসআই মোস্তাকিন হোসেন বাদী হয়ে আব্দুল জলিলের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে শিবগঞ্জ থানার তৎকালীন এসআই গোলাম মোস্তফা আব্দুল জলিলকে অভিযুক্ত করে একই বছরের ১৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষিদের সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৮-১৯
মামলার বরাত দিয়ে সরকারি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টহল শিবগঞ্জে নতুন আলীডাঙ্গা গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে ৩ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ আব্দুল জলিলকে আটক করে। এ ঘটনায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের তৎকালীন এসআই মোস্তাকিন হোসেন বাদী হয়ে আব্দুল জলিলের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে শিবগঞ্জ থানার তৎকালীন এসআই গোলাম মোস্তফা আব্দুল জলিলকে অভিযুক্ত করে একই বছরের ১৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষিদের সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৮-১৯