চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দু’টি ওয়ার্ডে মশক নিধনে ফগার দিয়ে স্প্রে

ডেঙ্গুর প্রভাবমুক্ত রাখতে মশক নিধন কর্মসুচির অংশ হিসেবে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ৩নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ডের  বিভিন্ন এলাকায় মশক নিধনে স্প্রে করা হয়েছে।
সকালে কর্মসুচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক।
পৌর কর্তৃপক্ষ জানায়, দ্বিতীয় দিনের মত ৩নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ডের  সোনার মোড়, বালিগ্রাম, মাঝপাড়া, জাতীয় অন্ধকল্যাণ সমিতি, শাহীবাগ, জেলখানা, স্বরুপনগর, বিশ্বরোড ও শাহনেয়ামতুল্লাহ কলেজ এলাকায় ফগার মেশিন দিয়ে স্প্রে করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য ওয়ার্ডেও ফগার মেশিন দিয়ে স্প্রে করে মশক নিধন করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৮-১৯