শিবগঞ্জে ১৩ হাজার ইয়াবাসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেখটোলা জোতবিনোদ এলাকা থেকে শনিবার ১৩ হাজার ২শ’র ০৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি ওই উপজেলার উত্তর উজিরপুর গ্রামের কেতাবুর আলীর ছেলে মিলন আলী (২০) ।
র্যাব-৫, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জেলার শিবগঞ্জ উপজেলার শেখটোলা জোতবিনোদ এলাকায় রাস্তার পাশে একজন ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল দুপুরে সেখানে অভিযান চালায়। অভিযানকালে ১৩ হাজার ২০৫ পিস ইয়াবাসহ মিলনকে আটক করা হয়।
র্যাব আরো জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৮-১৯
র্যাব-৫, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জেলার শিবগঞ্জ উপজেলার শেখটোলা জোতবিনোদ এলাকায় রাস্তার পাশে একজন ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল দুপুরে সেখানে অভিযান চালায়। অভিযানকালে ১৩ হাজার ২০৫ পিস ইয়াবাসহ মিলনকে আটক করা হয়।
র্যাব আরো জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৮-১৯