মাসুদপুর সীমান্তে বিজিবি’র জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে সোমবার জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিজিবি’র উদ্যোগে সীমান্তের বাঁশতলা বাজার এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
বিজিবি’র ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুরক্ষিত সীমান্ত গড়ার লক্ষে বিজিবি মহা পরিচালকের নির্দেশনা সীমান্তবাসীদের অবহিত করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমামসহ বিভিন্ন পেশাজীবির ৪ শতাধিক মানুষ অংশ নেন।
সভায় বিজিবি অধিনায়ক নারী ও শিশু পাচারসহ অস্ত্র ও মাদক চোরাচালানের ক্ষতিকারক দিক তুলে ধরে সীমান্তে কঠোর নিরাপত্তা ও নজরদারী নিশ্চিত করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৮-১৯

,