Sidebar Ads
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৭ ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগি ভর্তি

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রবিবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৫ রোগী ভর্তি হয়েছে। এনিয়ে গত এক সপ্তাহে সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ৭ রোগী ভর্তি হন।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, সাতজনের মধ্যে ছয় জনই নিশ্চিতভাবেই ডেঙ্গুজ্বরে আক্রান্ত। বাকী একজনের পরীক্ষা-নীরিক্ষা চলছে। তবে প্রাথমিক লক্ষণ দেখে তিনিও ডেঙ্গু আক্রান্ত বলে মনে হচ্ছে। তিনি জানান, এরা ঢাকায় অবস্থান করা সময়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হলে চাঁপাইনবাবগঞ্জ আসেন এবং হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে আক্রান্তদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে ২ জনের অবস্থার উন্নতি হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ধুলাউড়ির মজিবুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২০), ইসলামপুর উত্তরপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে পারভেজ আলী (২৫), বালুবাগানের কামরুজ্জামানের ছেলে শাহীন আলী (২১), সুন্দরপুর গ্রামের জোবদুল হকের ছেলে বাবু (২১), সতেররশিয়ার ইব্রাহিম আলীর ছেলে শাহীন (১৭), উপররাজারামপুরের ইসমাইল হোসেনের ছেলে রনি। হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক মশারীর ভেতরে রাখা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৭-১৯

Powered by Blogger.

Tags

Categories

Categories

Advertisement

Main Ad

International

Auto News

Tags

Chapainawabganjnews

Popular Posts

Popular Posts