বিদ্যুৎ পানিসহ পৌরবাসীর দুর্ভোগ লাঘবের দাবিতে মানববন্ধন সমাবেশ

পৌর কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের আন্দোলনের ফলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নাগরিক পরিসেবা ভেঙ্গে পড়ার মূখে নাগরিক সেবা নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকালে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির আহ্বানে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনের সড়কে কাঙ্খিত পৌরসেবার দাবিতে এ মানববন্ধনে  বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মী, ছাত্র ও পেশাজীবীসহ পৌর নাগরিকরা অংশ নেন।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির উপদেষ্টা এ্যাড. একরামুল হক, এ্যাড. আবু হাসিব, এ্যাড. সাইদুল ইসলাম, এ্যাড, মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, যুগ্ম-আহ্বায়ক রেজাউল নবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান প্রামানিক। সমাবেশে সভাপতিত্ব করেন, নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ আহমেদ হোসেন বাদশা। সমাবেশ সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ।
সমাবেশে বক্তারা, পৌর পরিষদকে অযোগ্য উল্লেখ করে বলেন, ‘পৌর নাগরিক সেবা ভেঙ্গে পড়েছে। নাগরিকদের জিম্মি করে আন্দোলন করায় রাস্তাঘাটে পড়ে আছে ময়লার স্তুপ, সড়কবাতি, পৌরসভার সরবরাহ পানিও ঠিকমত পাচ্ছেন না নাগরিকরা। এছাড়া পৌরসভার দাপ্তরিক কার্যক্রম বন্ধ ৫ দিন থেকে বন্ধ রয়েছে’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৭-১৯