টানা ৮ দিন বন্ধ থাকার পর খুলেছে সোনামসজিদ স্থলবন্দর

পবিত্র শবে কদর ও ঈদুল ফিতরের ছুটির কারণে টানা ৮ দিন বন্ধ থাকার পর রবিবার থেকে শুরু হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর সোনামসজিদ স্থল বন্দরের আমদানী রপ্তানী কার্যাক্রম।

সোনামসজিদ স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক হোসেন জানান, দীর্ঘ ছুটির পর সকাল থেকেই বন্দরে ভারত থেকে আমদানী পণ্যবাহী ট্রাক ঢোকা শুরু হয়। দুপুর পর্যন্ত বহু আমদানী পণ্যবাহী ট্রাক বন্দরে ঢুকেছে। বন্দরে ফিরে এসেছে ব্যাপক কর্মচাঞ্চল্যতা।

এদিকে, ঈদের ছুটিকে ঘিরে আমদানী রপ্তানী বন্ধ থাকলেও ইমিগ্রেশন চালু ছিল। পাসপোর্টধারী যাত্রী সাধারণ পারাপার হয়েছে স্বাভাবিকভাবেই।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৬-১৯

,