প্রবীণ নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেসি এমপি

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা প্রবীণ নিবাসের (বৃদ্ধাশ্রম) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহরে আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
প্রবীন নিবাসের সভাপতি ডা. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন, ডা আবুল হাসান, ঝিলিম ইউনিয়নের চেয়ারম্যান তসিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, ডা. মো. ময়েজ উদ্দিন, ডা. মো. আনোয়ার জাহিদ, এ্যাড. সাইফুল রেজা, সাবেক ছাত্রনেতা মেসবাহুল শাকের প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে প্রবীন নিবাসের নিজস্ব ভবন নির্মাণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৬-১৯