নাচোলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শ্যামলী পরিবহনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ ভিক্ষুক। মৃত বৃদ্ধ হলেন উপজেলার ৩নং নাচোল ইউনিয়নের মোহাম্মদপুর দিঘীপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে ফজলুর রহমান (৭২)। রবিবার সকালে নাচোল-আড্ডা সড়কের ভোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভোলামোড় বাজারে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা রহনপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস বৃদ্ধ ভিক্ষুককে ধাক্কা দিলে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

,