৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ধোধন

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে মঙ্গলবার থেকে ৪০ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপি এই বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনওয়ার হোসেন।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু, বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. আনোয়ারুল আবেদীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ড.  আলমগীর স্বপন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির-উজ-জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি খাদিজা বেগমের।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত মেলায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নতুন নতুন উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। মেলায় ২৫টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে আগামী ১৩ জুন পর্যন্ত।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৬-১৯