৬ দিনব্যাপী হজ্বযাত্রীদের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে এবছর ১ হাজার ১’শ হজ্বযাত্রীকে পবিত্র হজ পালনে বিভিন্ন করনীয় ও পালনীয় বিষয়ে ধারনা প্রদানের লক্ষে ৬ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে এই কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনওয়ার হোসেন।
জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে প্রশিক্ষন প্রদান অনুষ্টানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রধান ড. মো. আলমগীর স্বপন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির উজ জামান, সিভিল সার্জন ডা. এস.এফ.এম খায়রুল আতাতুর্ক,  ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কাযালয়ের উপ-পরিচালক  আবুল কালাম।
পবিত্র মক্কা, মদিনা, মিনা, আরাফ ও মুজদালিফায় হজের আরকান-আহকাম বিষয় উপস্থাপন করেন ইফা’র মাস্টার ট্রেইনার তরিকুল ইসলাম ও ফিল্ড অফিসার মুহাম্মদ শরিফুল ইসলাম। কর্মশালায় প্রথম দিনে ২ শতাধিক হজযাত্রী পুরুষ-মহিলা অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৬-১৯